শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

একসঙ্গে ২০ যুগলের যৌতুকবিহীন বিয়ে

দিনাজপুর প্রতিনিধি

একসঙ্গে ২০ যুগলের যৌতুকবিহীন বিয়ে

বীরগঞ্জে একসঙ্গে অসহায় ২০ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে নবদম্পতিদের প্রয়োজনীয় আসবাবপত্র তুলে দেওয়া হয়। যৌতুকের কুপ্রভাব সম্পর্কে জানানো এবং ধর্মীয়ভাবে যৌতুক দেওয়া-নেওয়া নিষিদ্ধ সবার মধ্যে বিষয়টি ছড়িয়ে দিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার এ বিয়ে সম্পন্ন হয়। এ দিন সকাল থেকে মানুষ মাঠে ভিড় করেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। পরে ২০ জোড়া তরুণ-তরুণীকে বর ও কনের বেশে সাজনো হয়। তাদের বিয়ে পড়ান মাওলানা আবেদ আলী। দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি কামনায় তাদের জন্য দোয়া করা হয়। নবদম্পতিদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশক, রান্নাঘরের প্রয়োজনীয় আসবাবপত্র। আয়োজকরা জানান, এসব কনের বাবা-মা খুবই গরিব। তাদের বিয়ে দেওয়ার সামর্থ নেই। আয়োজনে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের এমপি মো. জাকারিয়া জাকা।

সর্বশেষ খবর