শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসন্তবরণ ও পিঠা উৎসব

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বসন্তবরণ ও পিঠা উৎসব

নতুন প্রজন্মের কাছে গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরতে চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে বসন্তবরণ ও পিঠা উৎসব হয়েছে। গতকাল বেলা ১১টায় উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি। সভাপতিত্ব করেন উপাচার্য ড. এম মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। পিঠা উৎসব ঘিরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা স্বাদে পিঠা নিয়ে হাজির হন উৎসব প্রাঙ্গণে। গ্রাম-বাংলার জনপ্রিয় সব পিঠার পসরা বসে।

এর মধ্যে ছিল পাকান, পুলি, পাটিশাপটা, চিতই, মাছ পিঠা, নকশি, ভাজা পিঠা, সেমাই পিঠা। উৎসবে ১০টি স্টল স্থান পায়। রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, গত বছর থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় পিঠা উৎসব আয়োজন করা হচ্ছে। নতুন প্রজন্মের কাছে গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরাই উৎসবের লক্ষ্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর