রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

গঙ্গাস্নানে শুরু নলিয়ার মেলা

রাজবাড়ী প্রতিনিধি

গঙ্গাস্নানে শুরু নলিয়ার মেলা

রাজবাড়ীর বালিয়াকান্দির নলিয়া হরি পদ্মলোচন ঠাকুরের ২৯০তম তিরোধান তিথিতে ১০ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। বালিয়াকান্দির হরিঠাকুর অঙ্গনের দিঘিতে গতকাল গঙ্গাস্নান ও মহানামযজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। দেশ ও দেশের বাইরের হাজার হাজার ভক্তের সমাগম ঘটে মেলায়। মেলা ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।

মেলায় আসা ভবানী প্রসাদ সাহা বলেন, নলিয়ার মেলা ঐতিহ্যবাহী। এ মেলায় ‘পুড়া বাতাসা’ পাওয়া যায়। এ ছাড়া এখানে বাঁশ, বেত ও কাঠের তৈরি জিনিসপত্র বিকিকিনি হয়। হাজার বছর মেলাটি টিকে থাকুক এই প্রত্যাশা তার। ভক্ত অঞ্জনা গাইন বলেন, আমরা মূলত গঙ্গাস্নান করতে এসেছি। এখানে এলে পুণ্যলাভ হয়। পাপমোচন হয় স্নানের মধ্য দিয়ে। এ স্নান ঘিরেই মেলা বসে। স্নান করতে আসা মিতা বিশ্বাস বলেন, নলিয়ার মেলার বয়স ২৯০ বছর। প্রতি বছর মেলায় হাজার হাজার মানুষ আসেন। একটি মাত্র ঘাটে নারী-পুরুষের স্নান করতে হয়, যা কষ্টকর। আরেকটি স্নানঘাটের দাবি তার। শ্রী শ্রী হরিঠাকুর অঙ্গনের সেবাইত গোপাল ঠাকুর বলেন, সকাল থেকে গঙ্গাস্নানের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। রবিবার (আজ) ভোর থেকে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হবে। রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, ঐতিহ্যবাহী নলিয়ার মেলায় হাজার হাজার মানুষ আসেন। আমাদের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ খবর