রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যাত্রী সেজে ছিনতাই গ্রেফতার ৭

হবিগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জে যাত্রী সেজে টমটম ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও গতকাল জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ছিনতাই করা টমটমটি। গতকাল নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী এ তথ্য জানান। টমটম চালকের নাম রতন দাস।

গ্রেফতাররা হলো- খাইরুল আহমেদ, রুমান মিয়া, মাসুম মিয়া, রনি মিয়া, হারুন মিয়া, হাবিবুর রহমান ও ইব্রাহিম মিয়া ওরফে খলিল। খাইরুল, রুমান, মাসুম, রনি, হারুন ও হাবিবুরের বাড়ি নবীগঞ্জের কুশি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে। এ ছাড়া খলিলের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি বলেন, গেল বছরের ২৪ ডিসেম্বর নবীগঞ্জ শহর থেকে এক ছিনতাইকারী যাত্রী সেজে রতন দাসের টমটম ৮০ টাকায় রিজার্ভ ভাড়া নেয়। ছিনতাইকারী চক্রের অন্য সদস্যরা অবস্থান নেয় নবীগঞ্জ থানার এনাতাবাদের একটি নির্জন স্থানে। সেখানে পৌঁছামাত্র অন্য ছিনতাইকারীরা এর চালকের হাত-পা বেঁধে মুখে স্কস্টেপ দিয়ে টমটম, মোবাইল ফোনসহ যাবতীয় মালামাল লুট করে নেয়। এ ঘটনায় রতন দাস নবীগঞ্জ থানায় মামলা করেন।

সর্বশেষ খবর