রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কিশোর-কিশোরী ক্লাব কমাচ্ছে মোবাইল আসক্তি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

কিশোর-কিশোরী ক্লাব কমাচ্ছে মোবাইল আসক্তি

নতুন প্রজন্মের মোবাইল আসক্তি কমাতে বগুড়ায় চালু হয়েছে কিশোর-কিশোরী ক্লাব। এ ক্লাবে কিশোর-কিশোরীরা বিনোদনের নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এতে তাদের মধ্যে কমেছে মোবাইল আসক্তি।

সারিয়াকান্দি উপজেলায় মহিলাবিষয়ক অধিদফতরের পরিচালনায় ২০১৭ সালে শুরু হয়েছে কিশোর-কিশোরী ক্লাব। উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় প্রাথমিকভাবে ১৩টি ক্লাব চালু করা হয়েছে। ক্লাবগুলোতে বিষয়ভিত্তিক শিক্ষকরা বাল্যবিয়ে, নারী নির্যাতন, কিশোর অপরাধ এবং বয়ঃসন্ধি বিষয়ে সচেতনতামূলক ক্লাস নেন। এখানে নাচ, গান এবং সংগীত বিষয়ের শিক্ষক রয়েছেন। ১০ থেকে ১৯ বছরের ছেলে-মেয়ে এখানে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিভিন্ন ধরনের বিনোদন উপভোগ করে। সংগীত এবং আবৃত্তি শেখার পাশাপাশি দাবা, কেরাম, লুডু, দড়ি এবং ফুটবল খেলায় অংশ নেয় তারা। ক্লাবের সদস্যদের মধ্যে ক্লাস শেষে পুষ্টিসমৃদ্ধ নাস্তাও সরবরাহ করা হয়। সারিয়াকান্দি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার বলেন, সমাজ থেকে বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধ করতে এবং কিশোর অপরাধ কমাতে, বয়ঃসন্ধি বিষয়ে সচেতন করতে কিশোর-কিশোরী ক্লাব চালু করা হয়েছে। কিশোর-কিশোরীরা ক্লাবে বিভিন্ন বিনোদনের সঙ্গে যুক্ত থাকায় তাদের মোবাইল আসক্তি যেমন কমছে তেমনি হ্রাস পাচ্ছে সমাজে কিশোর অপরাধও।

সর্বশেষ খবর