শিরোনাম
রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সড়ক পুনর্নির্মাণ দাবিতে প্রতীকী অনশন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর শহরের তামান্না মোড় থেকে ওয়াপদা পর্যন্ত চার কিলোমিটার সড়ক পুনর্নির্মাণসহ চলাচল অযোগ্য সব রাস্তা সংস্কার দাবিতে চারটি পয়েন্টে প্রতীকী অনশন পালন করা হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে সৈয়দপুর বাম ঐক্য ও পৌর শহরবাসী। এর আগে একই দাবিতে ৮ ফেব্রুয়ারি মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, একজন ব্যর্থ পৌর মেয়রের জন্য সব উন্নয়ন থেমে গেছে। বরাদ্দের টাকা লুটপাট হচ্ছে। দীর্ঘদিন পৌর এলাকার সড়ক ও ড্রেন সংস্কার না হওয়ায় এগুলো বেহাল হয়ে পড়েছে। চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী। সবচেয়ে বেশি বেহাল দশা তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত সড়কটির।

তারা উন্নয়ন কাজে ব্যর্থতার জন্য পৌর মেয়রের অপসারণের দাবি জানান। সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান মোবাইল ফোনে বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। পুনর্নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে প্রথমে ওই সড়কের কাজ করা হবে।

সর্বশেষ খবর