মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। তারা অর্থের বিনিময়ে মৌখিক পরীক্ষা দিতে এসে রবিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে আটক হন। আটকরা হলেন- এস কে মনিরুজ্জামান, শরিফুল ইসলাম, সজীব হোসাইন ও মিরাজ হোসেন। পুলিশ বলছে, এর আগে ওই চারজন একইভাবে অন্যের দিয়ে লিখিত পরীক্ষাও দিয়েছিলেন। আটক মনিরুজ্জামানের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে, শরিফুলের মন্ডলগাতি গ্রামে, সজীবের নাগড়া গ্রামে এবং মিরাজের বাড়ি মাগুরা সদর উপজেলার আমুড়িয়া গ্রামে।

মাগুরা সিভিল সার্জনের কার্যালয় সূত্র ও মাগুরার সদর থানার ওসি মেহেদী রাসেল জানান, মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ছয়টি পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়। এসব পদের মধ্যে স্বাস্থ্য সহকারীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে রবিবার মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ে আসেন ওই চার যুবক। সেখানে অভিযুক্ত চার প্রার্থীর লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা যাচাই করতে গেলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। তারা জনপ্রতি ২ লাখ টাকার বিনিময়ে অন্যদের দিয়ে লিখিত পরীক্ষা দিয়েছে বলে স্বীকার করেন। এ বিষয়ে মামলা হয়েছে।

সর্বশেষ খবর