মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিশুখাদ্য কারখানায় অভিযান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের শিশুখাদ্য তৈরির কারখানা ‘দিব্য ঢুড প্রোডাক্টস’-এ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় খাদ্য তৈরিতে অনিয়ম করায় কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ শিশু খাদ্য নিশ্চিতকরণে রবিবার এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ফরিদপুরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান।

জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর বজলুর রশীদ খান বলেন, জেলায় সব স্তরে নিরাপদ খাদ্য সুনিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। জরিমানার পাশাপাশি কারখানার মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং বিষাক্ত কেমিক্যাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সর্বশেষ খবর