মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কুড়িগ্রামে গরিবের বাজার ৭ টাকায় ব্যাগভর্তি সবজি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে গরিবের বাজার ৭ টাকায় ব্যাগভর্তি সবজি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরিব ও অসচ্ছল মানুষের মাঝে ৭ টাকায় ব্যাগভর্তি সবজি বিক্রির ব্যবস্থা করা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট’ (ফুল) এ কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। সম্প্রতি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক দরিদ্র মানুষের মধ্যে এক কেজি সিম, এক কেজি আলু, এক কেজি বেগুন, একটি ফুলকপি, এক কেজি বেগুন, দুই আঁটি ধনে পাতা, দুই আঁটি পালং শাক এবং একটি করে মুরগির ডিম দেওয়া হয়। পুরো প্যাকেজটির বাজারমূল্য তিন থেকে সাড়ে তিনশ টাকার বেশি হলেও এসব মানুষেরা পেয়েছেন মাত্র ৭ টাকায়। উপজেলার পাঠানটারী গ্রামের রানী আক্তার জানান, ‘মাত্র ৭ টাকায় ৩০০ টাকার কাঁচাবাজার পেলাম। কম দামে এত বাজার পেয়ে আমার খুব উপকার হইল।’ উপজেলার সাতচন্দ্রখানা গ্রামের রিনা রানী বলেন, ‘হামার স্বামীর কোনো আবাদি জমা জমি নেই, হাতের কামাই দিয়ে কোনো রকমে চাল কিনে ভাত খাই। আমার ছাওয়াটা ডিম পায়া খুব খুশি হইছে।’ ‘ফুল’-এর নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন, সম্মানের সঙ্গে মানুষের বাঁচার জন্য ৭ টাকা করে নিচ্ছি।

সর্বশেষ খবর