মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সুন্দরবনে ৩১ কিশোর ৫ ঘণ্টা পর উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী থেকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা ৩১ কিশোর পর্যটকের ৯৯৯ ফোন পেয়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছেন বনরক্ষীরা। গতকাল সকাল ১০টার দিকে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের নিরাপত্তা রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের গহিনে ঢুকে পড়ে ওই কিশোররা। একপর্যায়ে তারা গহিন অরণ্যে দিকভ্রান্ত হয়ে হারিয়ে যায়। ওই কিশোরদের একজন উপায়ান্তর না দেখে কয়েক ঘণ্টা পর উদ্ধার করতে সাহায্য চেয়ে ৯৯৯ ফোন করে। ৯৯৯ থেকে দ্রুত তাদের উদ্ধারের জন্য বাগেরহাটের মোংলা পুলিশকে জানানো হয়। করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের কর্মকর্তা ও বনরক্ষীরা বিকাল ৩টার দিকে তাদের উদ্ধার করেন। সুন্দরবনের পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ আজাদ কবির জানান, এসব পর্যটকের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর