বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ময়লা ফেলা নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। তার নাম খুরশীদ আলম (৬০)। তিনি বালিয়াকান্দির মকবুল আহমদের ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- বালিয়াকান্দি গ্রামের শহীদুল্লাহ, তার ছেলে অলিউল্লাহ ও ফোরকানের নেছা। সেনবাগ থানার এসআই সনদ বড়ুয়া বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বাড়ির সীমানায় আবর্জনা ফেলা ও জমাট ময়লা পানি নিয়ে গতকাল খুরশিদ ও শহীদুল্লার বাগবিতন্ডা হয়। একপর্যায়ে শহীদুল্লাহ ও তার লোকজন লাঠি দিয়ে খুরশীদ আলমের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এদিকে কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছৈয়দ করিম (৪৬) নামে এক সুপারি ব্যবসায়ী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেঁতুলতলা গ্রামে গতকাল সকালে ঘটনাটি ঘটে। ছৈয়দ করিম ওই এলাকার আবুল কাশেমের ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছালামত উল্লাহ পালিয়ে যান। উখিয়া থানার ওসি জানান, পরকীয়া নিয়ে হত্যাকান্ড ঘটেছে- স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্ত ছালামতকে গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর