বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কুমিল্লায় অস্ত্রধারী যুবকের ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অস্ত্রধারী যুবকের ভিডিও ভাইরাল

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্রসহ ভিডিও ভাইরাল হওয়া এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই যুবকের নাম শরীফ হোসেন (৩৫)। তিনি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিঙ্গুলা গ্রামের মনির হোসেনের ছেলে। গতকাল গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি জানান, সোমবার দুপুরের পর অস্ত্রসহ ওই যুবকের ভিডিওটি ভাইরাল হয়। ৪৯ সেকেন্ড ও এক মিনিট চার সেকেন্ডের দুটি ভিডিও নিয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। এরপর রাতে তাকে গ্রেফতার করা হয়। ওই ভিডিও ফুটেজটিতে দেখা গেছে, খালি গায়ে ওই যুবক ঘরের ভিতর পিস্তল নাড়াচাড়া করছেন। এক মিনিট চার সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শপিং ব্যাগে একজন আরেকজনকে দুটি অস্ত্র বুঝিয়ে দিচ্ছেন এবং বলছেন, ‘পাইছোনি বুইঝা।’ এ সময় তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা চলছিল। পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ভিডিওতে আগ্নেয়াস্ত্র খুলে দেখছিলেন সিঙ্গুলা গ্রামের মোবারক হোসেনের ছেলে মুন্না (১৮)। এক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মুন্না মারা যায়। অস্ত্র হাতে ভাইরাল হওয়া শরীফ হোসেনকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ভিডিও অনেক আগের। এর সঙ্গে আর কেউ জড়িত থাকতে পারে তা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র উদ্ধারের অভিযান চলছে।

সর্বশেষ খবর