বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মাঝে খুঁটি রেখেই সড়ক নির্মাণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

মাঝে খুঁটি রেখেই সড়ক নির্মাণ

লক্ষ্মীপুরে কমলনগরে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে এর নির্মাণ কাজ। এতে একদিকে যান চলাচলে বিঘ্নিত হওয়া, সেই সঙ্গে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, সড়কের মাঝে বিদ্যুতের খুঁটির বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জেলা প্রশাসক বলছেন, ইতোমধ্যে খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে ১ কিলোমিটার দৈর্ঘ্যরে এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। সড়কটি নির্মাণকাজ করছেন মৃদুল এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার শহীদনগরে এমপির খালপাড় এলাকায় রাস্তার ওপর ৯টি পল্লী বিদ্যুতের খুঁটি রয়েছে। সে অবস্থায়ই চলছে সড়ক নির্মাণ কাজ। বিদ্যুতের খুঁটির কারণে মাটি ঠিকমতো ভরাট করতে না পারায় ভবিষ্যতে রাস্তার মাটি দেবে যাওয়া, টেকসই উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি ও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার লোকজন। সংশ্লিষ্টরা জানান, ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মৃদুল এন্টারপ্রাইজ। তারা সড়কের ওপরে ও পাশে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হচ্ছে এসব খুঁটি সরাতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সড়কের ঠিকাদারের প্রতিনিধি সাহাব উদ্দিন জানান, সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের কাছে একাধিকবার আবেদন করলেও এখনো পর্যন্ত খুঁটিগুলো অপসারণ করা হয়নি। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে বাধ্য হয়ে সড়কে খুঁটি রেখেই নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কেউ বক্তব্য দিতে রাজি হননি। জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, বিষয়টি জানতে পেরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দ্রুত খুঁটিগুলো অপসারণ করার জন্য বলা হয়েছে।

 

সর্বশেষ খবর