বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

স্বামী হত্যায় যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

স্বামী হত্যায় যাবজ্জীবন

রাজবাড়ীতে স্বামী আশরাফ সানাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা মামলায় সাহিদা বেগম (৫৭) নামে এক নারীর যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া পারভীন এ রায় দেন। ২০১২ সালের ৪ ডিসেম্বর বালিয়াকান্দি উপজেলার বংকুর গ্রামে ওই হত্যার ঘটনা ঘটে। ওই দিনই ওই নারীর বড় মেয়ে আফরোজা বেগম বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগে সাহিদাকে আসামি করে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন। নরসিংদীতে একজনের যাবজ্জীবন : নরসিংদীর শিবপুরে মাদরাসাছাত্র বাদশা হত্যা মামলায় রায়হান মোল্লা নামে একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক শামিমা পারভিন এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত রায়হান মোল্লা শিবপুরের সৈয়দনগর পাঁচভাগ গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৯ জুলাই বাদশাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রায়হান মোল্লা। এ ঘটনায় নিহতের দাদা নুরুল ইসলাম মৃধা বাদী হয়ে রায়হানসহ চারজনকে আসামি করে শিবপুর থানায় হত্যা মামলা করেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর