বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের বৈঠক

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন এবং বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। বাংলা-হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন হলরুমে মঙ্গলবার জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন মনোজ কুমার। ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানির অসুবিধার কথা তুলে ধরেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বৈঠক শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। এ সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে। দুই দেশের বিভিন্ন সমস্যার কথা শুনলাম। এগুলো সমাধানের চেষ্টা করা হবে।

 হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, ভারতের অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিসসহ কিছু সমস্যার কারণে পণ্য রপ্তানি করতে পারছি না। সে বিষয়গুলো আমরা সহকারী হাইকমিশনারকে জানিয়েছি।

সর্বশেষ খবর