বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

যৌথ বৈঠক বাংলাদেশ ভারত ব্যবসায়ীদের

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন এবং বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের সঙ্গে যৌথ বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। বাংলা-হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন হলরুমে মঙ্গলবার জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন মনোজ কুমার। ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানির অসুবিধার কথা তুলে ধরেন বাংলাদেশি ব্যবসায়ীরা। বৈঠক শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বের। এ সম্পর্ক দিন দিন আরও মজবুত হচ্ছে। হিলিতে এসে অনেক ভালো লাগল। দুই দেশের ব্যবসায়ীসহ সিঅ্যান্ডএফ এজেন্টদের ভারত অভ্যন্তরের ওয়্যারহাউস, ভিসা জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা শুনলাম।

সমস্যাগুলো ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব সমাধান করা হবে। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ সভাপতি হারুনুর রশিদ হারুন বলেন, ভারতের অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিসসহ কিছু সমস্যার কারণে পণ্য রপ্তানি করতে পারছি না। সে বিষয়গুলো আমরা সহকারী হাইকমিশনারকে জানিয়েছি।

সর্বশেষ খবর