শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আবার প্রাণ ফিরে পাবে লৌহজং নদ

চলছে পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল শহরের ওপর দিয়ে প্রবাহিত লৌহজং নদ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সকাল ৯টা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান শুরু করেন বিডি ক্লিনের আড়াই হাজার সদস্যসহ স্বেচ্ছাসেবীরা। এতে নদটি আবার প্রাণ ফিরে পাবে। আশপাশের মানুষ নদের পানি ব্যবহার করতে পারবেন। দ্রুত সময়ের মধ্যে নদ আগের রূপে ফিরিয়ে আনার আশ্বাস জেলা প্রশাসকের।  জানা যায়, ৯০ দশকে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে স্লুইসগেট নির্মাণের কারণে লৌহজং নদের আশপাশ দখল ও দূষণে ধীরে ধীরে মরা খালে পরিণত হয়। টাঙ্গাইল জেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে জেলা প্রশাসক নদটি উদ্ধার অভিযান শুরু করেন। ওই সময় দুই পাড়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। আবার শুরু হয় দখল। নদী পরিচ্ছন্নতার অভিযানের সময় স্থানীয় এমপি ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী উপস্থিত ছিলেন। বিডি ক্লিনের সদস্যরা বলেন, শুধু একবার কচুরিপানা পরিষ্কার করলেই এর সার্থকতা আসবে না। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন ও জেলা প্রশাসকের তদারকি না থাকলে আবার নদ দূষণের কবলে পড়বে। সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, নদের নাব্য ফেরাতে কাজ হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ খবর