শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ ফসল হারানোর শঙ্কায় কৃষক

নেত্রকোনায় হাওরের ফসলরক্ষা বাঁধ

নেত্রকোনা প্রতিনিধি

নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ ফসল হারানোর শঙ্কায় কৃষক

নেত্রকোনার খালিয়াজুরী হাওরের নির্মাণাধীন বাঁধ -বাংলাদেশ প্রতিদিন

প্রতি বছরের মতো এবারো সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নেত্রকোনার হাওরাঞ্চলের ফসল রক্ষাবাঁধ মেরামত শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ছিল কাজ শেষ করার নির্ধারিত তারিখ। কিন্তু অনেকে কাজ শুরুই করেছেন ২৩-২৪ ফেব্রুয়ারি। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় শঙ্কায় রয়েছেন কৃষক। ১৯ ফেব্রুয়ারি মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক সরেজমিন পরিদর্শন করে গালিফতির সঙ্গে জড়িত ১০ জন পিআইসি সভাপতিকে কঠোর নির্দেশনা দিলেও প্রতিকার হয়নি।

জানা যায়, হাওরাঞ্চলের ১৫৫ কিলোমিটার ফসল রক্ষাবাঁধের জন্য ১৮০টি (প্রকল্প কমিটি) পিআইসির মাধ্যমে নির্মাণ ও মেরামত কাজ চলছে। জেলার সাত উপজেলায় ৩১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হয়। অন্য এলাকার কাজ শেষ হলেও বাকি রয়ে গেছে খালিয়াজুরীর অংশ। ১৮০টি পিআইসির মধ্যে খালিয়াজুরীতেই ১১০টি। দুই দিন সরেজমিন ঘুরে দেখা যায়, ধনু নদীর পারে জগন্নাথপুর হাওর থেকে রসুলপুর পর্যন্ত বাঁধে কেবলমাত্র মাটি ফেলছে- যা ২৮ তারিখ পুরোপুরি শেষ করার কথা ছিল। কাবিটা প্রকল্পে নারী-পুরুষ শ্রমিক দিয়ে এসব কাজ করার কথা থাকলেও প্রবাভশালী প্রকল্প কমিটির সভাপতিরা কাজ দিয়েছেন ঠিকাদারদের। সিন্ডিকেট করে কম টাকায় মেশিনের মাধ্যমে এক-দুজন শ্রমিক দিয়ে প্রায় সবাই কাজ করাচ্ছেন। এ ছাড়া অভিযোগ রয়েছে, নিয়মবহির্ভূতভাবে বাঁধের পাশ থেকেই মাটি তোলার। এতে পানির চাপে বাঁধ ধসে পড়ারও আশঙ্কা রয়েছে।

সর্বশেষ খবর