শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

‘দেবিদ্বারে চিরতরে চাঁদাবাজি বন্ধ’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি আবুল কালাম আজাদ বলেছেন, ‘দেবিদ্বার থেকে চিরতরে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। ১০ বছর ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকরা সিন্ডিকেটের কাছে জিম্মি ছিলেন। ওই সিন্ডিকেট যেভাবে পেড়েছে ব্যবসায়ী ও চালকদের শোষণ, নির্যাতন করেছে, আজ তা বন্ধ হয়েছে। অটো চালকদের উদ্দেশে এমপি বলেন, চালকদের এখন আর জিবি বা চাঁদা দিতে হয় না। আপনারা যাত্রীদের ভাড়া কমিয়ে আনুন। কত কমাবেন আপনারাই বসে সিদ্ধান্ত নেবেন। চালকদের জন্য একটি কল্যাণ তহবিল করা হবে। এ জন্য ১২ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। এ তহবিল থেকে যারা বিপদগ্রস্ত চালক তাদের সাহায্য করা হবে। উপজেলা পরিষদ মাঠে অটোরিকশা চালক, পৌর ব্যবসায়ী ও মালিকদের সঙ্গে প্রথম দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

সর্বশেষ খবর