শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রামসাগর উদ্যানে মায়াবী চিত্রা হরিণের সংসারে সাত অতিথি

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

রামসাগর উদ্যানে মায়াবী চিত্রা হরিণের সংসারে সাত অতিথি

সাগর নয় তবুও নাম তার রামসাগর। মধ্যযুগের বিখ্যাত সামন্ত রাজার অমর কীর্তি দিনাজপুরের রামসাগর; যা এক সৌন্দর্যমণ্ডিত ঐতিহাসিক দীঘি। প্রাকৃতিক নয়নাভিরাম দীঘিটি পর্যটকদের মন ছুঁয়ে যায় ভালো লাগার পরশে। তবে সবার দৃষ্টি কাড়ে রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানার মায়াবী চিত্রা হরিণগুলো। রামসাগরের মিনি চিড়িয়াখানায় মায়াবী চিত্রা হরিণের সংসারে আরও সাতটি নতুন অতিথি এসেছে। হালকা শীতে মিষ্টি রোদে নতুন অতিথিদের নিয়ে মায়াবী চিত্রা হরিণ দলের ছোটাছুটি পর্যটক ও দর্শানার্থীদের দৃষ্টি কেড়েছে। সংশ্লিষ্টরা জানান, এখানে নতুন অতিথি নিয়ে ৯২টি চিত্রা হরিণ রয়েছে। মুক্ত পরিবেশে দাপিয়ে বেড়ায় হরিণের পাল। এ ছাড়া রয়েছে অজগড়, আটটি বানর, পাখিসহ বেশ কিছু বন্যপ্রাণী। মিনি চিড়িয়াখানার এসব প্রাণী দেখভাল করা বন বিভাগের বাবুল জানান, চিত্রা হরিণ ছিল ৮৫টি। এ শীতে সাতটি হরিণ শাবক জন্ম নিয়েছে। দিন দিন এর সংখ্যা বাড়ছেই। আরও কিছু মা হরিণ গর্ভধারণ করেছে, জানান দিনাজপুর বন বিভাগের বিট কর্মকর্তা ও রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক মো. আবদুল মান্নান। দিনাজপুর বন বিভাগের বিট কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, হরিণগুলোকে ছোলা, নেপিয়ার ঘাস, গমের ভূসি, ভুট্টা ভাঙা, চক্কর, লতাপাতা খাবার হিসেবে দেওয়া হয়। বন বিভাগ সংশ্লিষ্টরা জানান, চিত্রা হরিণের প্রিয় খাবার শাপলা পাতা। তবে কয়েক বছর ধরে রামসাগর দীঘিতে শাপলা চাষ বন্ধ রয়েছে।

 

সর্বশেষ খবর