শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সেচ দেওয়া নিয়ে হাতাহাতি, ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ফসলের জমিতে সেচের পানি দেওয়া নিয়ে দুই পক্ষের হাতাহাতির সময় পড়ে গিয়ে আবদুল করিম (৫৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। গতকাল সদর উপজেলার বগারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। করিমের বাড়ি বগারপাড়া গ্রামে। তিনি পেশায় সেচযন্ত্র মালিক। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর জাহিদ বলেন, বগারপাড়া গ্রামের আলাল মিঞা নামে এক সেচযন্ত্র মালিকের সঙ্গে জমিতে পানি সরবরাহের ব্যবসা নিয়ে করিমের দ্বন্দ্ব ছিল। গতকাল সকালে তিনি কিছু ফসলি জমিতে সেচযন্ত্রের মাধ্যমে পানি সরবরাহ করতে গেলে আলাল ও তার লোকজন নিয়ে বাধা দেন। এক পর্যায়ে উভয় পক্ষে হাতাহাতি শুরু হয়।

সর্বশেষ খবর