শনিবার, ২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে বেতন বৃদ্ধি ও প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বেতন পরিশোধের দাবিতে গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় মহাসড়কে কাঠে আগুন ধরানো হয়। এতে দুই পাশে দেখা দেয় দীর্ঘ যানজট। দুপুরে মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করেন। প্রায় ১ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা জানান, সরকার পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও আমরা যারা টেক্সটাইল শ্রমিক হিসেবে আছি, তাদের বেসিক বেতন ৭ হাজারই রয়ে গেছে। আমরা এসব বিষয় কারখানা কর্তৃপক্ষের নজরে আনলেও তারা শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর