রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মানিকগঞ্জে দেদার জাটকা বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে দেদার জাটকা বিক্রি

মানিকগঞ্জের মাছ বাজার -বাংলাদেশ প্রতিদিন

নিয়ম না মেনে মানিকগঞ্জের হাটবাজারে দেদার বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। জেলার বেউথা ও তরাঘাট আড়তসহ খুচরা বাজারে ২৫০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে জাটকা। অন্য মাছের তুলনায় কম দাম হওয়ায় ক্রেতারা এ মাছ কিনছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আড়তদাররা জানান, আমরা তো মাছ ধরি না। পেশাদার ও মৌসুমি জেলেরা পদ্মা-যমুনা নদীতে মাছ শিকারের পর আমাদের কাছে বিক্রি করে। আমরা ক্রেতাদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করি। কেউ কোনোদিন আমাদের এসব মাছ বিক্রি করতে নিষেধ করেনি। জালাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, আমি প্রতিদিন বেউথা বাজারে আসি। কয়েকদিন ধরে দেখছি আড়তে প্রচুর জাটকা। কম দাম হওয়ায় মাঝেমধ্যে আমি এ মাছ কিনি। আরেক ক্রেতা জানান, যারা এসব বন্ধ করবে তারাই তো মাছ নিচ্ছে। হাটবাজারে জাটকা বিক্রির ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকি। লোকবল কম থাকায় সবখানে অভিযান চালানো সম্ভব হয় না। তবে জাটকা রক্ষায় অভিযান জোরদার করা হবে।

সর্বশেষ খবর