রবিবার, ৩ মার্চ, ২০২৪ ০০:০০ টা

নারী উদ্যোক্তাদের মেলায় পণ্যের পসরা

জয়পুরহাট প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রুপে পণ্য বেচাকেনা করা নারী উদ্যোক্তাদের আয়োজনে জয়পুরহাটে হয়ে গেল দিনব্যাপী মেলা ও পিঠা উৎসব। হাতে তৈরি হরেক রকম খাবার আর পণ্যসামগ্রী কিনতে মেলায় আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। জেলা শহরের শহীদ কবি মাহতাব উদ্দিন বিদ্যাপীঠ মাঠে গতকাল মেলা শুরু হয়। জানা যায়, ২০২১ সালে জেলার নারীদের সমন্বয়ে জয়পুরহাটে ‘বেচাকেনা উদ্যোক্তা’ ফেসবুক গ্রুপের যাত্রা শুরু। গ্রুপটিতে বর্তমান উদ্যোক্তার সংখ্যা ৫৮ হাজার। বাড়িতে বসে হাতে তৈরি বিভিন্ন মুখরোচক খাবার, হস্তশিল্প, কুটির শিল্পসহ নানা ডিজাইনের পোশাক ও পণ্য বিক্রি করেন তারা। মেলায় বেচাকেনা উদ্যোক্তা গ্রুপের সদস্যরা ৩৫টি স্টল দিয়েছেন। বেচাকেনা উদ্যোক্তা গ্রুপের এডমিন আবু রায়হান রাসেল বলেন, অল্প পুঁজিতে যাতে নারী উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে স্বচ্ছল হতে পারেন এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন সেই লক্ষ্যে মেলার আয়োজন। এ গ্রুপের নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য তৈরি করতে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে এর পরিধি বাড়বে আশা করছি।

সম্মিলিত সাংস্কৃতিক জোট জয়পুরহাট জেলা শাখার সভাপতি আহমেদ মোশারফ নান্নু বলেন, বাজারে অনেক সময় এ ধরনের ইউনিক পণ্য খুঁজে পাওয়া যায় না। মেলায় একসঙ্গে অনেকে প্রতিযোগিতা করে পণ্য বিক্রি করছেন। এ ধরনের মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারা উৎসাহী ও অনুপ্রাণিত হবেন।

সর্বশেষ খবর