সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

দুটি হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

ঝিনাইদহ ও ফরিদপুর প্রতিনিধি

দুটি হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে মাছ চাষি শরিফুল ইসলাম টুলু হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ গতকাল এ রায় দেন। দন্ড পাওয়া আসামিরা হলো- জাহিদুল, খোকন, ইলিয়াস, জসিম ও সেলিম। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর বিকালে ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া গ্রামের পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন শফিকুল ইসলাম টুলু। তখন পূর্বশত্রুতার জেরে আসামিরা তাকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরদিন তিনি মারা যান। এদিকে ফরিদপুরের আলোচিত এসকেন সরদার (৬৫) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত গতকাল এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন-বিশু শেখ, কামরুল, আলম, বিকুল ও রুবেল।

সর্বশেষ খবর