সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বেইলি সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-ভোলা মহাসড়কের বরিশাল সদর উপজেলার স্লুইচগেট এলাকায় একটি বেইলি সেতু ধসে মালবাহী ট্রাক খালে পড়ে গেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনার পর বরিশালের সঙ্গে ভোলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ওই সড়কের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, চরকাউয়া থেকে ভোলা সড়কের ১৩তম কিলোমিটারে স্লুইচগেট এলাকায় একটি সরু কালভার্ট ভেঙে যুগোপযোগী কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এর কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। কালভার্ট নির্মাণকালে যানবাহন চলাচল সচল রাখতে পাশে স্টিল অবকাঠামো দিয়ে বেইলি ব্রিজ করা হয়। শনিবার দিবাগত রাতে অতিরিক্ত লৌহজাত পণ্য বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি ধসে পড়ে। এরপর থেকে ওই এলাকায় সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুই পাশে আটকা পড়েছে অনেক যানবাহন। বেইলি ব্রিজটি দ্রুত সময়ের মধ্যে যানবাহন চলাচলের উপযোগী করা হবে জানিয়েছেন মিজানুর রহমান।

সর্বশেষ খবর