সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

কিস্তি আদায় করতে গিয়ে হামলার শিকার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় পল্লী প্রগতি সহায়ক সমিতি নামক একটি বেসরকারি সংস্থার কিস্তির টাকা আদায় করা নিয়ে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভাঙ্গা থানার পাঁচজন পুলিশ সদস্য ও ছয় এনজিও কর্মী আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার দুপুর ও রাতে ভাঙ্গা উপজেলার সুয়াদি গ্রামে। আহত পুলিশ সদস্যরা রাতেই ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন ভাঙ্গা থানার এসআই মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, কনস্টেবল মোরাদ হোসেন, জাহিদ ও ফারুক। আহত এনজিও কর্মীরা হলেন- পল্লী প্রগতি সহায়ক সমিতি ভাঙ্গা শাখার ব্যবস্থাপক আকতার হোসেন, মাঠ কর্মকর্তা আবুল হাসান, দিপংকর ভদ্র, নিমাই কির্তনীয়া, ইয়াছিন মোল্লা ও হিসাবরক্ষক মিজানুর রহমান। গুরুতর আবুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ জানায়, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর