সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ

কুমিল্লা প্রতিনিধি

অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কুমিল্লার লালমাই উপজেলার ফয়েজগঞ্জে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে মিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র গতকাল উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌমিতা দাশ। উপজেলার ২০ জন অসচ্ছল নারীকে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়ার উদ্যোগ নেওয়ায় বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘকে ধন্যবাদ জানান ইউএনও। জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মফিজুল ইসলাম মুন্না সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- খন্দকার সাইফুল্লাহ রুবাই, আবু তাহের রনি,  রতন কুমার আচার্য্য।

 

সর্বশেষ খবর