সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ধুনটে বিদ্যালয়ের তালা ভেঙে চুরি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলার চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সকালে ধুনট সদর ইউনিয়নের চৈতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পায় আয়া মমতা খাতুন। খবর পেয়ে কর্তৃপক্ষ বিদ্যালয়ে গিয়ে দেখতে পান অফিস কক্ষের ভিতরে থাকা একটি ডিজিটাল ঘড়ি, একটি বক্স ও কাগজপত্রসহ প্রয়োজনীয় মালামাল চুরি হয়ে গেছে। প্রধান শিক্ষিকা শিউলি খাতুন জানান, গত ২৯ ফেব্রুয়ারি বিদ্যালয়ের সব কার্যক্রম শেষ করে অফিস কক্ষ ও শ্রেণিকক্ষ তালা দিয়ে সবাই বাড়িতে চলে যায়। গতকাল সকালে বিদ্যালয়ের আয়া মমতা খাতুন বিদ্যালয়ে এসে দেখে অফিস কক্ষের তালা ভাঙা। ধুনট থানার ওসি সৈকত হাসান জানান, বিদ্যালয়ে চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর