সোমবার, ৪ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বস্তায় লাশ থাকার গুঞ্জন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে সড়ক বিভাজকের পাশে পড়েছিল সন্দেহজনক একটি প্লাস্টিকের বস্তা। লাশ ভেবে ছড়ায় আতঙ্ক। পরে পুলিশ এসে সেই বস্তা খুললে দেখতে পায় চুল। গতকাল সকালে উপজেলারমাওনা উড়াল সড়কের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে উড়াল সড়ক ও পাশের সড়কের মাঝামাঝি বিভাজকের পাশে সাদা রঙের প্লাস্টিকের বস্তা দেখতে পায় এলাকাবাসী। বেলা ১১টার দিকে পুলিশ বস্তা খুলে ভিতরে বিপুল পরিমাণ চুল দেখতে পান। শ্রীপুর থানার এসআই আবু রায়হান বলেন, ‘বস্তার ভিতরে একটি কাগজে চুলের পরিমাণ লেখা ২৮ কেজি। এগুলো মানুষের চুল নাকি কৃত্রিম তা বুঝতে পারছি না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর