বুধবার, ৬ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বেড়েছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক

লালমনিরহাট প্রতিনিধি

বেড়েছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। এ সড়কে গত ১৯ দিনে ছয় দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়েছে। জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ঘিরে প্রতিদিন পণ্যবোঝাই শত শত ভারী ট্রাক চলাচল করে। এসব ট্রাকের গতি থাকে নিয়ন্ত্রণহীন। জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে তিস্তা সড়ক সেতুর দূরত্ব ১২০ কিলোমিটার। এক লেনের হওয়ায় ওই সড়কের ওপর মাত্রাতিরিক্ত চাপ বেড়েছে। নিয়ম অনুযায়ী ট্রাকে ১৫ টন পণ্য বহনের অনুমোদন থাকলেও পাথরবোঝাই ট্রাকগুলো প্রায় ৩০ টন পণ্য নিয়ে চলাচল করছে। তা ছাড়া ট্রাকের গতি থাকে নিয়ন্ত্রণহীন। পাশাপাশি অবৈধ যান ভটভটি, গরুটানা নসিমন, অটোরিকশা ও ইজিবাইক চলাচল করায় সড়ক হয়ে উঠেছে অনিরাপদ। মাঝেমধ্যে ট্রাফিক পুলিশ লোক দেখানো অভিযান চালায় বলে অভিযোগ সাধারণ পথচারীদের। সংশ্লিষ্টরা বলছেন, গত ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ বুড়িমারী স্থলবন্দর থেকে তিস্তা সেতু পর্যন্ত মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আটজন। এর মধ্যে আদিতমারীর খাতাপাড়ায় ১৫ ফেব্রুয়ারি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ফরিদুল ইসলাম (৪২) মারা যান। ১৮ ফেব্রুয়ারি রাতে পাটগ্রামের চৈতার বাজারে শহিদার রহমান (৫৫) নামে এক ব্যক্তি মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যুবরণ করেন। ১৯ ফেব্রুয়ারি একই উপজেলার উফারমারা এলাকায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আমিনুল রহমান (৩০) নিহত হন। ২৫ ফেব্রুয়ারি শহরের পুলিশ লাইন-সংলগ্ন সড়কে পাথরবোঝাই ট্রাকে পিষ্ট হয়ে মাদরাসার ছাত্র আবদুল্লাহ মারা যান। ২৭ ফেব্রুয়ারি আদিতমারীর সাপ্টিবাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় ট্রলি চালক ফরিদুল (৩৫) নিহত হন। ২৯ ফেব্রুয়ারি কালিগঞ্জ উপজেলার কাকিনায় ট্রাক এবং অটোরিকশা সংঘর্ষে মাস্টার্স পরীক্ষার্থী সোহেল রানা (২৫) নিহত হন। ১ মার্চ আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অটোরিকশা থেকে নামার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন মসজিদের ইমাম সোলায়মান আলী (৭০)। পরদিন সদরের মহেন্দ্রনগর এলাকায় অটোবাইকের ধাক্কায় ফজলুল হক (৬৫) নামে এক পথচারী নিহত হন। লালমনিরহাট এসপি সার্কেল আতিকুল ইসলাম জানান, স্থলবন্দর থেকে প্রতিদিন শত শত ট্রাক এ রোডে চলাচল করে। সড়কটি এক লেন হওয়ায় গাড়ি চালক নিয়ন্ত্রণ হারায়। এতে দুর্ঘটনার শিকার হয় চলাচলকারীরা।

সর্বশেষ খবর