বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

জৈন্তাপুরে বেপরোয়া পিকআপ কেড়ে নিল তিন যুবকের প্রাণ

চার জেলায় তিন কলেজছাত্রসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

জৈন্তাপুরে বেপরোয়া পিকআপ কেড়ে নিল তিন যুবকের প্রাণ

সিলেটের জৈন্তাপুরে মঙ্গলবার রাতে বেপরোয়া পিকআপের ধাক্কায় তিন যুবক নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা ও ঝিনাইদহে তিন কলেজছাত্র, গাইবান্ধায় রিকশাচালক এবং কক্সবাজারে রোহিঙ্গা নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলায় বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাতে সিলেট-তামাবিল সড়কের জাফলং বোর্ডিং স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯), মোকামবাড়ির সৈয়দ আলাউদ্দিনের ছেলে সৈয়দ শিহাব আহমদ (২২) ও সৈয়দ আবদুল হান্নানের ছেলে সৈয়দ পাবেল আহমদ (১৯)।

সাতক্ষীরা : আশাশুনিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল ভোর রাতে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের ধাপুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯) ও জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)।

ঝিনাইদহ : কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী সাহেদ আলী (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সকালে কালীগঞ্জ পৌরসভার বিহারি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাহেদ উপজেলার ঈশ্বরবা গ্রামের রুনজান আলীর ছেলে।

গাইবান্ধা : সকালে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্ধগঞ্জ থানা মোড়ে পুলিশের রেকার চাপায় শাহিন মিয়া (২০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আসাদুল ইসলাম (৩৩) নামে একজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রিকশাচালক ও বিক্ষুব্ধ জনতা। নিহতের বাড়ি উপজেলার কোগারিয়া এলাকায়।

কক্সবাজার : উখিয়া থানার কুতুপালং বাজারে সকালে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মৌলভী ইদ্রিস নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর