বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ছেলের বিরুদ্ধে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ মায়ের

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আবুল হাসনাত রাসেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে মারধর, সম্পত্তি জোর করে লিখে নেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেছেন তার মা হাজেরা খাতুন (৭০)। গতকাল মানিকগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এ সময় হাজেরা খাতুন বলেন, ভয়ভীতি দেখিয়ে আমার বড় ছেলে আবুল হাসনাত রাসেল আমার সম্পত্তি লিখে নেয়। সেই সঙ্গে প্রতারণা করে ব্যাংক থেকে আমার ৭ লাখ ৩০ হাজার টাকা তুলে নেয়। আমাকে ও ছোট ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। রাসেলকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে গ্রেফতার ও বিচারের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে অভিযুক্তের মা হাজেরা খাতুন, ছোট ভাই মেহেদী হাসান মিঠু, মামা আবদুল মজিদ, খালা শামীমা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর