বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

মোটরসাইকেলের সিটের নিচে ১০ সোনার বার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কেজি ওজনের ১০টি সোনার বারসহ মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মঙ্গলবার বিকালে বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখায়। গতকাল পুলিশ তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মেহেদী হাসান (৩৪) হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের বাসিন্দা। হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন জানান, মঙ্গলবার সকালে হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট বাজার থেকে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের মোংলা বিজিবি ক্যাম্পের সদস্যরা মেহেদীকে আটক করেন। এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১০০ গ্রাম; যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১২ লাখ টাকা। বিজিবির জব্দ সোনার বারগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

বলে জানান হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন।

সর্বশেষ খবর