বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ব্রহ্মপুত্রে নিখোঁজ দুই বন্ধুর লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ির ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে মাহিব (১৫) ও অমিও (১৬) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা দুজনই শহরের আহমদ উদ্দিন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। গতকাল সকালে ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে তাদের লাশ উদ্ধার করে। মাহিব গাইবান্ধা পৌর শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও অমি লিটন মিয়ার ছেলে।

সর্বশেষ খবর