বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ভুল সেটে পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৫৭০ পরীক্ষার্থীর ভুল সেটে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় অব্যাহতি দেওয়া হয়েছে রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. নুর ইসলামকে। নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সায়েম হোসেনকে। মঙ্গলবার রসায়ন প্রশ্নে দেশব্যাপী ৩ নম্বর সেটে পরীক্ষা হলেও ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা ১ নম্বর সেটে পরীক্ষা দিয়েছেন।

সর্বশেষ খবর