শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বাঘসহ প্রাণী রক্ষায় নতুন উদ্যোগ

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের বাঘসহ বন্যপ্রাণী রক্ষায় বনজীবীদের মধ্যে সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ‘বাঘ আমাদের অহংকার-রক্ষায় দায়িত্ব সবার’ এ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল চাঁদপাই রেঞ্জে বন্যপ্রাণী সুরক্ষার সেমিনার হয়েছে। এতে বক্তারা বলেন, সুন্দরবনের খালে মাছ শিকারের জন্য বিষ দেওয়া হয়। ওই মাছ ও পানি খেয়ে বাঘ, হরিণ ডলফিনসহ বিভিন্ন প্রাণী অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এ জন্য এগিয়ে আসতে হবে সবাইকে।

মিহির কুমার দো’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন হাবিবুন নাহার এমপি।

সর্বশেষ খবর