শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুকন্যা নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করছেন : ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা সমাজের সব ক্ষেত্রে অবদান রাখছেন। নারী সমাজ আর পিছিয়ে নেই। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীর অধিকার নিশ্চিত করেছেন। সমাজে একজন পুরুষের যে অধিকার নারীরও একই অধিকার থাকবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। শেখ হাসিনার সরকার নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গতকাল হুইপ এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নুরে আলম।

সর্বশেষ খবর