শিরোনাম
শনিবার, ৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

এক মাসেও গ্রেফতার নেই মামলা তদন্তে পিবিআই

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে দশম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনার এক মাসের বেশি সময় পার হলেও জড়িত কেউ গ্রেফতার হয়নি। অভিযোগ আছে, ধর্ষণের ঘটনায় থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে পাঠিয়ে দেন ইউপি চেয়ারম্যানের কাছে। ওসির নির্দেশ মতো চেয়ারম্যান ঘটনা মীমাংসা করতে না পারায় ভুক্তভোগীর স্বজনরা আদালতের দারস্থ হন। আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। জানা যায়, পূর্ব পরিচয়সূত্রে গত ২৭ জানুয়ারি নাটোরের বাগাতিপাড়ার এক স্কুল শিক্ষার্থীকে কৌশলে ডেকে নেন বড়াইগ্রামের আটঘরিয়ার পারভেজ হোসেন। পথে নির্জন রাস্তায় আগে থেকেই অবস্থান করছিলেন পারভেজের পাঁচ বন্ধু সাগর, মোহন, প্রসনজিৎ, রতন ও কৃষ্ণ। তারা মেয়েটিকে মুখ চেপে পেয়ারা বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে। ভিডিও ছড়িয়ে দেওয়াসহ কাউকে ঘটনাটি জানালে হত্যার হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যান। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান অভিযোগ অস্বীকার করে জানান, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় কেউ থানায় মামলা করতে আসেনি। বার বার ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করেও মামলা করাতে পারেনি পুলিশ। চেয়ারম্যানকে দিয়ে আপস-মীমাংসার কথাও অস্বীকার করেন তিনি। এ ব্যাপারে জানতে এলাকায় গিয়ে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন জানান, গত বুধবার আদালতের নির্দেশনার কপি হাতে পেয়েছেন। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

 

সর্বশেষ খবর