রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

রাজবাড়ি মন্দিরে নারীদের যজ্ঞানুষ্ঠান

নওগাঁ প্রতিনিধি

প্রায় একই বয়সের কয়েকজন নারী। তাদের পোশাকও একই রকম। সঙ্গে আছে কয়েকজন পুরুষ। তারা সবাই প্রস্তুতি নিচ্ছিল মহাযজ্ঞানুষ্ঠানের জন্য। মন্দিরের ভিতরে চারদিকে বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ শত শত দর্শনার্থী। সেখানে পরিণত হয়েছিল এক অন্যরকম পরিবেশ। মনে হলো সেই রাজার আমলে রাজবাড়িটি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত থাকার মতো অবস্থা। সনাতন বিদ্যাপীঠ বৈদিক গীতা শিক্ষা কেন্দ্র নওগাঁর আয়োজনে দুটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে। পাশাপাশি করা হয়েছে নারীদের দিয়ে মহাযজ্ঞ অনুষ্ঠান। নওগাঁর সদর উপজেলা বলিহার ইউনিয়নে অবস্থিত প্রাগৈতিহাসিক বলিহার রাজবাড়ি মন্দিরে শুক্রবার বিকাল থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত চলে এই অনুষ্ঠান।

সর্বশেষ খবর