রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

সড়কে পুলিশ সদস্যসহ নিহত ৪

কসবায় তীর্থযাত্রার বাস খাদে, আহত ২৫

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় গতকাল চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও পাবনায় এক পুলিশ সদস্যসহ চারজনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া তীর্থযাত্রার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- চট্টগ্রাম : রাঙ্গুনিয়ায় সড়ক সংস্কারে ব্যবহৃত রড গলায় ঢুকে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বার আউলিয়ার ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাঙ্গীর লোহাগাড়ার পুটিবিলা ওয়াজ উদ্দীন সিকদার পাড়ার আবু সৈয়দের ছেলে। টাঙ্গাইল : বাসাইলে ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গুল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোনাখোলা পুলিশ ফাঁড়িতে এসআই হিসেবে কর্মরত ছিলেন। দিনাজপুর : রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় গাঠিয়া রায় (৬৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের যদুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গাটিয়া রায় উপজেলার সুজালপুর গ্রামের কুসুম চানের ছেলে। পাবনা : সাঁথিয়া উপজেলার আতবশোভা গ্রামে ট্রাকচাপায় ফাতেমা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ফাতেমা ওই গ্রামের শাকেদ আলীর মেয়ে। ব্রাহ্মণবাড়িয়া : কসবায় তীর্থযাত্রার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মনকসাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সর্বশেষ খবর