রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরার সেলাই মেশিন পেলেন অসচ্ছল নারীরা

দিনাজপুর প্রতিনিধি

বসুন্ধরার সেলাই মেশিন পেলেন অসচ্ছল নারীরা

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন উপহার পেলেন দিনাজপুরের বীরগঞ্জের ২০ জন অসচ্ছল নারী। বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই এলাকায় বসুন্ধরা শুভসংঘের স্কুলপ্রাঙ্গণে তিন মাসের প্রশিক্ষণ শেষে গতকাল তাদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া (জাকা)। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জের ইউএনও ফজলে এলাহি, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা কৃষক লীগ সভাপতি শিবলী সাদিক, জেলা পরিষদ সদস্য রোকনুজ্জামান বিপ্লব, বসুন্ধরা শুভসংঘ স্কুল সমন্বয়কারী সোহেল আহমেদ, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম, উপজেলা ও কলেজ শাখার শুভসংঘের বন্ধুরা। জাকারিয়া জাকা বলেন, দেশে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ। মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলের অসয়ায় নারীর জীবনমান উন্নয়নে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে এটা প্রশংসনীয় উদ্যোগ। এ জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।

বসুন্ধরার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলাই মেশিন পাওয়া মনিকা মুরমু (৩৫) বলেন, ১০ বছর আগে আমার বিয়ে হয়। তিন বছর স্বামীর সংসার করেছি। নানা কারণে আমার ওপর নির্যাতন করতেন স্বামী। একপর্যায়ে তাকে ছেড়ে একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে আসি। দিনমজুরির কাজ করে যা আয় হয় তা দিয়ে ছেলের পড়াশোনা ও পরিবারের খরচ চালাই। বসুন্ধরা শুভসংঘ আমাকে তিন মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দিয়েছে। এখন সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারব। বসুন্ধরার কাছে চিরদিন ঋণী থাকব। আমার মতো অনেক অসহায় নারী এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে আলোর মুখ দেখছেন।

সর্বশেষ খবর