রবিবার, ১০ মার্চ, ২০২৪ ০০:০০ টা

বিদেশ পাঠানোর কথা বলে ৫০ লাখ টাকা আত্মসাৎ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১৬ জনকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে শ্রমিক ভিসায় পাঠানোর কথা বলে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে গতকাল দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা। ভুক্তভোগীদের অভিযোগ, সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী শামছুন্নাহার এবং তার দুই ভাই কাতার প্রবাসী এমাদ উদ্দিন ও সজল মিয়া কাতারে শ্রমিক ভিসায় পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে ৫০ লাখ টাকা নেন। এরপর বিদেশে না পাঠিয়ে টালবাহানা শুরু করেন।

সর্বশেষ খবর