সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

টনসিলের অপারেশন করাতে গিয়ে শিশুর মৃত্যু

হাসপাতালের সবাই পলাতক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের খানপুরে একটি বেসরকারি ক্লিনিকে টনসিলের অপারেশন করাতে গিয়ে মোস্তাকিম নামে ৯ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল খানপুর কাজীপাড়া ‘আল-হেরা জেনারেল হাসপাতালে’ এ ঘটনা ঘটে। মোস্তাকিম নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। নিহতের বাবা রমজান ও তার স্বজনরা অভিযোগ করে গণমাধ্যমকে জানান, শনিবার সন্ধ্যায় আল-হেরা জেনারেল হাসপাতালে ডা. আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে টনসিলের অপারেশন করানোর জন্য ভর্তি করানো হয় মোস্তাকিমকে। অপারেশন শেষে রোগীকে যা যা খাওয়াতে বলা হয়েছে তা-ই খাওয়ানো হয়েছে। রাত ১১টায় তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হয়। পরে ১২টায় আরেক ডোজ দেওয়া হয়। এরপর মোস্তাকিমের আর জ্ঞান ফেরেনি। গতকাল সকালে অপারেশন থিয়েটারে লাশ রেখে ডাক্তার, নার্সসহ ক্লিনিকের সবাই পালিয়ে যায়। চিকিৎসকের অবহেলায় মোস্তাকিমের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিহতের বাবা রমজান ও তার স্বজনরা অভিযোগ করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবদুল কুদ্দুস মৃধা জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। যদি কেউ কোনো অভিযোগ করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সিভিল সার্জন। তবে আমরা অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ খবর