সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা

লটারিতে চেয়ারম্যান আবদুল মান্নান

দুই প্রার্থীর ভোট সমান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দুজন প্রার্থী সমান ভোট পাওয়ায় লটারি হয়েছে। এতে আবদুল মান্নান বিশ্বাস বিজয়ী হন। অপরপ্রার্থী ফারুক আলম লটারি প্রত্যাখ্যান করেছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার উপনির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুল মান্নান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ফারুক আলম সমান সংখ্যক ৬ হাজার ১৩৩ ভোট পান। এ কারণে নির্বাচনি বিধি মোতাবেক রাতে লটারির আয়োজন করেন রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল।

এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার, দৌলতপুরের ইউএনও ওবায়দুল্লাহসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, প্রার্থী, তাদের সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লটারিতে ঘোড়া প্রতীকের আবদুল মান্নান বিজয়ী হন। জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনছার জানান, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত লটারির সময় বিজয়ী প্রার্থী উপস্থিত ছিলেন না। উপস্থিত অপর প্রার্থী ফারুক আলম লটারি প্রত্যাখ্যান করে স্বাক্ষর না করে কার্যালয় থেকে বেরিয়ে গেছেন। ফারুক আলম বলেন, একজন প্রার্থী উপস্থিত না হওয়ায় আমি লটারি না করে বেরিয়ে এসেছি। ২০২৩ সালের ১৪ অক্টোবর দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ বাবলুর মৃত্যুর পর চেয়ারম্যান পদ শূন্য হয়। গতকাল এই পদে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ খবর