সোমবার, ১১ মার্চ, ২০২৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী

সারা দেশে বর্ণাঢ্য আয়োজন

প্রতিদিন ডেস্ক

সারা দেশে বর্ণাঢ্য আয়োজন

১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। পত্রিকার বর্ষপূর্তি ১৫ মার্চ। এ উপলক্ষে গত শনিবার শুরু হয়েছে সাত দিনের আয়োজন। এদিন সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে কেক কেটে আয়োজনের শুরু করা হয়। গতকাল সারা দেশে ছিল বর্ণাঢ্য আয়োজন। এর মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, কেক কাটা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ খবর পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ প্রতিদিন। প্রতিনিধিদের খবর-

বগুড়া : দুপুরে শহরের স্থানীয় একটি মোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোতাহার হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন চেম্বার অব কমার্সের সহসভাপতি মাফুজুল ইসলাম রাজ, বগুড়া পৌরসভার কাউন্সিলর সিপার আল বখতিয়ার, সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ, ওসি (তদন্ত) শাহীনুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিল্লাত হোসেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সারিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল কাফি ম ল, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের বগুড়া প্রেস ইউনিটের ডেপুটি ম্যানেজার কারিমুল্লাহ, ম্যানেজার কৌশিক শাহরিয়ার, সাংবাদিক লিমন বাসার, কাওছার মনির, আবদুস সালাম বাবু, এইচ আলিম প্রমুখ, মিলন রহমান, আবুল কালাম আজাদ, শাজাহান আলী, সাজ্জাদ হোসেন পল্লব, সাবেক ছাত্রলীগ নেতা মুকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাহিদুল ইসলাম, ফরহাদ আলী খোকন, সংস্কৃতজন রবিউল করিম হৃদয়, প্রভাষক সাহাদত জামান প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন আবদুল ওদুদ এমপি। স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল আলম। সাংবাদিক জহুরুল ইসলামের সঞ্চালনায় এবং সুজন সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হিদুল হুদা অলক, সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু, আজিজুর রহমান শিশির, মেহেদী হাসান প্রমুখ।

গাইবান্ধা : জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে ফুলেল শুভেচ্ছাবিনিময় ও র‌্যালি করা হয়। পরে ডাকবাংলো হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। বাংলাদেশ প্রতিদিনের গাইবান্ধা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক অমিতাভ দাশ হিমুন, খালেদ হোসেন, বিপ্লব ইসলাম, ইদ্রিউজ্জামান মোনা, খায়রুল ইসলাম, জাভেদ হোসেন, রিপন আকন্দ, আতিকুর ইসলাম, তাসলিমুল ইসলাম সিয়াম, সালাউদ্দিন কাশেম মজিবর রহমান, রিফাতুন্নবী রিফাত, আবু সায়েম, ফাহিম দেওয়ান প্রমুখ। দিনাজপুর : ১৫ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান দেলওয়ার হোসেন। দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি সরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সচেতন পাঠক হিসেবে বক্তৃতা করেন দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আহসানুজ্জামান চঞ্চল। এ ছাড়া বক্তৃতা করেন নারী উদ্যোক্তা মোবাশ্বিরা ইয়াসমিন মম, উদ্যোক্তা মোসাদ্দেক হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর জেলা প্রতিনিধি রিয়াজুল ইসলাম প্রমুখ।

লালমনিরহাট : জেলা শহরের এলজিইডি মিলনায়তনে দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ। বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক স্বাগত বক্তব্য রাখেন। লালমনিরহাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনোয়ার হোসেন স্বপনের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালা, সাংবাদিক আহমেদুর রহমান মুকুল, দিলীপ রায়, আলতাফুর রহমান আলতাফ, হাসান উল আজিজ, মেহেদী হাসান জুয়েল, মাহফুজ সাজু, হেলাল হোসেন কবীর প্রমুখ। পঞ্চগড় : দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিলুর চৌধুরী ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ এম দেলওয়ার হোসেন প্রধান, উদীচী পঞ্চগড়ের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক হাসনুর রশিদ বাবু প্রমুখ। পাবনা : পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান। উপস্থিত ছিলেন সাংবাদিক উৎপল মির্জা, রাজিউর রহমান রুমী, আহমেদ উল হক রানা, জহুরুল ইসলাম, কানু স্যান্যাল, ইয়াদ আলী মৃধা পাভেল, রফিকুল ইসলাম সুইট, রিজভী জয়, মনিরুজ্জামান শিপন, রেজা নাবিল, মিলন মাহমুদ প্রমুখ। নওগাঁ : সকালে জেলা প্রেস ক্লাব মিলনায়তনের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন সাংবাদিক মীর মোশারফ হোসেন জুয়েল, অধ্যক্ষ আরিফুর রহমান সরদার, অধ্যক্ষ রিজভী, কবি বরেন্দ্র ফরিদ, মাহফুজ ফারুক, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, সাংবাদিক ওরায়দুল হক, আজাদ হোসেন মুরাদ, মোফাজ্জল হোসেন, শামীম আনছারী, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

কুড়িগ্রাম : দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামছুল হক মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে ও সাংবাদিক মিজানুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন, জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সামিউল হক নান্টু, সাবেক অধ্যক্ষ খাজা শরীফ উদ্দীন আহমেদ রিন্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রধান শিক্ষক প্রতীমা রায় চৌধুরী, সিনিয়র সাংবাদিক সফি খান, শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

পিরোজপুর : পিরোজপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়। এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাহমুদ হোসেন, এম এ রব্বানী ফিরোজ, শফিউল হক মিঠু, খালিদ আবু, রশিদ আল মুনান সুজন, শেখ আবু মোহা. জুবায়ের জনি প্রমুখ। কুষ্টিয়া : জেলা প্রেস ক্লাবে আলোচনা সভায় জাহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। শেখ হাসান বেলালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আনিস ম-ল, মিলন খন্দকার, ইসমাইল হোসেন, এইচ এম বেলাল, সোহাগ আহম্মেদ। টাঙ্গাইল : টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন অ্যাডভোকেট জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, কাজী জাকেরুল মওলা। আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। নরসিংদী : নরসিংদী প্রেসিডেন্সি কলেজ ক্যাম্পাস থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা হয়। সঞ্জিত সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ কানিজ ফাতেমা,  দেলোয়ার হোসেন, প্রভাষক জামাল উল্লাহ, লিটন হোসাইন আলিফ, ইমরান হোসেন তমাল, মাজহারুল ইসলাম, মাসুদ রানা। সভা শেষে কেক কেটা হয়। বাগেরহাট : বাগেরহাট প্রেস ক্লাবের মুজিব শতবর্ষ হলে আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। শেখ আহসানুল করিমের সভাপতিত্বে অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক এ বি এম মোশাররফ হুসাইন, আবদুল হাই খান, তালুকদার আবদুল বাকী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি কেক কাটেন। শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী খ্রিস্টান মিশন মিলনায়তনে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোকছেদুর রহমান লেবু, সঞ্জিব চন্দ্র বিল্টু, কাকন রেজা, সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আছমত আলী, বন্ধনা চাম্বু। অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ হাসান বাদল। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।  চাঁদপুর : শহরের এলিট চাইনিজ রেস্তোরাঁয় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ইকবাল হোসেন পাটওয়ারী। এ সময় রিয়াদ ফেরদৌস, কাদের পলাশ, ইব্রাহিম রনি, খোকন সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেয়ামত হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় জসিম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মোশাররফ হোসেন বেলাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারুল ইসলাম মোল্লা, নিয়াজ মোহাম্মদ খান বিটু, মোহাম্মদ আরজু, সৈয়দ মিজানুর রেজা, খ আ ম রশিদুল ইসলাম প্রমুখ।

 খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান। জহুরুল  আলমের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন- জিতেন বড়–য়া, অংশু মারমা, আবুল কাশেম, আবদুর রউফ ও  রিপন সরকার। ঝিনাইদহ : প্রেস ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় এম রায়হানের সভাপতিত্বে এবং কে এম সালেহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিম-উল-আহসান। বিশেষ অতিথি ছিলেন- জে এম রশীদুল আলম রশীদ, রেজাউল ইসলাম রাজু, আরতি দত্ত, শাহীন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন শেখ রুহুল আমিন। পরে কেক কাটা হয়। যশোর : যশোর প্রেস ক্লাব অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জাহিদ হাসান টুকুন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন এস এম তৌহিদুর রহমান, মবিনুল ইসলাম মবিন, আমিনুর রহমান মামুন, মনোতোষ বসু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সজল। হবিগঞ্জ : হবিগঞ্জ প্রেস ক্লাবে জাকারিয়া চৌধুরীর পরিচালনায় এবং রাসেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মনছুর উদ্দিন আহমেদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যদের নিয়ে কেক কাটেন।

সর্বশেষ খবর