মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী

সারা দেশে বর্ণাঢ্য আয়োজন

প্রতিদিন ডেস্ক

সারা দেশে বর্ণাঢ্য আয়োজন

জামালপুরে কেক কাটেন মির্জা আজম এমপি

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। পত্রিকার বর্ষপূর্তি ১৫ মার্চ। এ উপলক্ষে গত শনিবার শুরু হয়েছে সাত দিনের আয়োজন। এদিন সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে কেক কেটে আয়োজনের শুরু করা হয়। রবিবার সারা দেশে ছিল বর্ণাঢ্য আয়োজন। এর মধ্যে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা, কেক কাটা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ খবর পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে বাংলাদেশ প্রতিদিন। প্রতিনিধিদের পাঠানো খবর- লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। সাঈদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক সুুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভীন, এ বি সিদ্দিক, অধ্যক্ষ মাহবুবুল করিম প্রমুখ। মাগুরা : শহরের সৈয়দ আতর আলী রোডে বৈঠকখানা রেস্টুরেন্টে কেক কাটেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু নাসির বাবলু, শামীম খান, রেজাউল ইসলাম, আবদুুল মান্নান, ফজলুর রহমান, নাহিদ খান। ভোলা : প্রেস ক্লাবে কেক কাটা, আলোচনা ও সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী মনির চৌধুরী। কক্সবাজার : কক্সবাজার প্রেস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তোফায়েল আহমদ, মুজিবুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাত, অ্যাডভোকেট তাপস রক্ষিত। মেহেরপুর : জেলা শহরের শার্মা ফুড প্লাজার কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভায় মাহবুবুল হক পোলেনের সভাপতিত্বে মিজানুর রহমান অপুর সঞ্চালনায় অতিথি ছিলেন তুহিন অরণ্য, আবুল কাসেম অনুরাগী, ফররুক আহমেদ, আশরাফুল আলম। রাজবাড়ী : জেলা সমবায় ভবনে সোহেল মিয়ার সঞ্চালনায় ও এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ। বিশেষ অতিথি ছিলেন- শহিদুল ইসলাম মিন্টু, ডা. খায়ের উদ্দীন আহম্মেদ, খোন্দকার আবদুল মতিন। স্বাগত বক্তব্য রাখেন দেবাশীষ বিশ্বাস। বিশ্বনাথ : উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেক কাটেন অতিথিরা। এর আগে সাইফুল ইসলাম বেগে’র সঞ্চালনায় আলোচনা সভায় রমা প্রসাদ চক্রবর্তী, শাহ আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। ফরিদপুর : শহরের অভিজাত একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটা হয়। কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সোহেল শেখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পান্না বালা, আজহারুল ইসলাম, আ ন ম ফজলুল হাদী সাব্বির প্রমুখ। চুয়াডাঙ্গা : প্রেস ক্লাব সভাকক্ষে জামান আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি ছিলেন রাজীব হাসান কচি, রফিক রহমান, নাজমুল হক স্বপন, এম এম আলাউদ্দিন, এম এ মামুন প্রমুখ। পরে অতিথিরা কেক কাটেন। সাতক্ষীরা : প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের এমপি আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথির বক্তব্য দেন নজরুল ইসলাম, জাহারুল ইসলাম, কল্যাণ ব্যানার্জি, কাজী আক্তার হোসেন, হারুণ অর-রশিদ, রামকৃষ্ণ চক্রবর্তী। ঝালকাঠি : ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে এস এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আফরুজুল হক টুটুল। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, কাজী খলিলুর রহমান, জিয়াউল হাসান পলাশ। পটুয়াখালী : প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, স্বপন ব্যানার্জী, জাকির হোসেন, কাজল বরন দাস, সমীর কুমার দাস প্রমুখ। জাফর খান সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর