মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ১৩

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ১৩

কুমিল্লা, নাটোর, হবিগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই ভাইসহ ১৩ জন। প্রতিনিধিদের পাঠানো খবর- কুমিল্লা : নাঙ্গলকোটে ট্রাকচাপায় এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ সময় ১০ হাত দূরে গিয়ে পড়ে তার মাথার খুলির অংশ। গতকাল উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া ব্যাপারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন ভূইয়া (১১) গোহারুয়া গ্রামের জামাল ভূইয়ার ছেলে। নাটোর : সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। গতকাল উপজেলার বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- হোসনে আরা (৪৫), ইমরান (২২) ও রাব্বী (১৮)। ইমরান ও রাব্বী  ভাই।  হবিগঞ্জ : বাহুবল ও চুনারুঘাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার রাতে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেওড়াতলী এলাকায় দুজন ও চুনারুঘাট উপজেলায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহতরা হলেন জহুর মিয়া (৫৫) ও নুরুল আমিন (৩৫) ও বিশাল উড়াং (২০)। ফুলপুর (ময়মনসিংহ) : রবিবার রাতে ডৌহতলী কান্দাবাড়ি এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সিরাজুল ইসলাম (৪৯) ও মোশাররফ হোসেন (২১)। এ ছাড়া মাওলানা বদরুস সাদাত (৫৫) ৩ মার্চ অটোরিকশার ধাক্কায় আহত হন। গতকাল ময়মনসিংহ মেডিকেলে তিনি মারা যান। গোপালগঞ্জ : কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ও ধূসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সোহাগ মোল্লা (২৫) ও কুদ্দুছ মোল্লা (৫৫)। পাবনা : চাটমোহরে করিমনের চাপায় রিমি খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল চাটমোহরের অমৃতকুন্ডায় এ দুর্ঘটনা ঘটে।  রিমি ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।

সর্বশেষ খবর