মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৭টি ইটভাটা, ৯টিকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৭টি ইটভাটা, ৯টিকে জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধভাবে গড়ে ওঠা ৯টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জ পরিবেশ অধিদফতরের উদ্যোগে সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদের নেতৃত্বে গত রবিবার দিনভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সাতটি ইটভাটা স্কেভেটর দিয়ে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবদুল গফুর বলেন, যেসব ইটভাটার কাগজপত্র নেই- সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শাহজাদপুরের ভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারায় ৯টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে শাহজাদপুরের এমআরএম ব্রিকস-১, এমআরএম ব্রিকস-২, এমএমএইচ ব্রিকস-১, এমএসবি ব্রিকস, এবিএম ব্রিকস, এসআরএম ব্রিকসকে ৬ লাখ করে এবং এমএইচটি ব্রিকসকে ৫ লাখ টাকা, কেবিএম ব্রিকসকে ৪ লাখ ও এমএমএইচ ব্রিকস-২কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সাতটি ইটভাটা স্কেভেটর দিয়ে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। অভিযানকালে প্রত্যেক ইটভাটার কার্যক্রম মালিকরা তাৎক্ষণিক বন্ধ করে দেবেন মর্মে মুচলেকা দিয়েছেন।

সর্বশেষ খবর