মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

ডেকে নিয়ে আওয়ামী লীগ নেতাকে পিটুনি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হালিমকে ফোনে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়েছে প্রতিপক্ষরা। পাড়েরহাট ইউনিয়নের উমেদপুরে রবিবার রাতে এ ঘটনা ঘটে। হালিম পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহতের নাতি আরিফ সিকদার জানান, হালিমের ট্রাভেল এজেন্সির ব্যবসা রয়েছে। রবিবার রাতে হজে লোক পাঠানোর বিষয়ে কথা বলার জন্য ফোন দিয়ে বাড়ি সামনে বের হতে বলেন একজন। তিনি বাড়ি থেকে বের হয়ে উমেদপুর মসজিদের কাছে গেলে ১০-১২ জন তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। ইন্দুরকানী থানার অফিসার ইন.চার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রাজনৈতিক শত্রুতার জেরে এ হামলা হয়েছে ধারণা তাদের। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর